রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন



Repoter Image

স্পোর্টস ডেস্ক ::

প্রকাশ ০৫/০৫/২০২৪ ০৩:৩২:০২

আগামী অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। আজ রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের সূচি, ড্র ও ট্রফি উন্মোচন।

সূচি অনুযায়ী ৩ অক্টোবর শুরু হবে মেয়েদের এই বিশ্বকাপ। দশ দলের ২৩ ম্যাচের এই বিশ্বকাপ শেষ হবে ২০ অক্টোবর। ভেন্যু হিসেবে আছে সিলেট ও মিরপুর।

গ্রুপিংয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার খেলে আসা একটি দল।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে কোয়ালিফায়ার খেলে আসা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৫ অক্টেবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। ৯ অক্টোবর বাংলাদেশ লড়বে উইন্ডিজের বিপক্ষে। আর ১২ অক্টোবর গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মেয়েরা। বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে জ্যোতি-ফারজানারা। ২৮ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। আর ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। দুটি প্রস্তুতি ম্যাচই হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে।

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ