সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন



Repoter Image

জুড়ী প্রতিনিধি

প্রকাশ ২৪/০৪/২০২৪ ০৫:০২:৪৮

মৌলভীবাজার জেলার জুড়ীতে আসন্ন উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও পশ্চিম জুড়ী ইউপি যুবলীগের সাধার সম্পাদক আলী হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মুখে নির্বাচনী প্রচারণার সময় এই ঘটনা‌ ঘটে।‌

এ ঘটনায় আহত চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনকে প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়।‌ তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আহত চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন বলেন, কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলীর নির্দেশে সাইদুল, মুহিব, সোহেলদের নেতৃত্বে তার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। ‌ এ সময় আলী হোসেন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা হয়েছে বলেও জানান।‌ ভাইরাল হওয়া অপর এক ভিডিওতে চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করার বিষয়টি দেখা যায়।‌

অনুসন্ধানে জানা যায়, চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনসহ আরো তিনজন ঘোড়া প্রতীক চেয়েছিলেন। প্রতীক বরাদ্দের দিন এই বিষয়টি নিয়ে অনেক হট্টগোল হয়।‌ একাধিক প্রার্থী হওয়ায় লটারির মাধ্যমে আলী হোসেন ঘোড়া  প্রতীক পান।  তিনি ঘোড়া প্রতীক পাওয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে অপর চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনফর আলীর নির্দেশে এই সন্ত্রাসী আক্রমণ সংঘটিত হয়। ‌

হামলার বিষয়ে জানতে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনির মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন‌ রয়েছে।‌

সিলেট আই নিউজ / এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ